ছাতকে আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩

ছাতকে আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

সুামগঞ্জের ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসতঘর ভস্মীভূত হয়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জানুয়ারী) রাত ১০টার দিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর দক্ষিণ হাটি গ্রামের মরহুম সমুজ আলীর বাড়িতে।

জানা যায়, গ্রামের মরহুম সমুজ আলীর ৫ ছেলের সেমি পাকা পাঁচটি বসতঘর ছিল। ঘরগুলো ছিল পৃথক। হঠাৎ একটি বসত ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের বসত ঘরগুলোতে। পরিবারের লোকজন দ্রুত বের হতে পারলেও ঘর থেকে কোন জিনিসপত্র উদ্ধার করতে পারেননি। গ্রামের লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি।

খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘর গুলো আগুনে পুড়ে যায়। এ ঘটনায় রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকান্ডের ঘটনায় সব হারিয়ে পরিবারগুলো এখন দিশেহারা। পরিবার-পরিজন নিয়ে তারা খোলা আকাশের নিচে বাস করছেন।