মেজরটিলায় কোরিয়া মুসলিম কমিউনিটির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

মেজরটিলায় কোরিয়া মুসলিম কমিউনিটির শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শীতে কাপঁছে দেশ। দেশজুড়ে তাপমাত্রা প্রতিদিন কমছে। এতে হতদরিদ্র অসহায় মানুষের দুর্ভোগ বাড়ছে। মানবতার কল্যাণে সাঁড়া দিয়ে শীতার্ত মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে এগিয়ে আসা উচিত। সামর্থবানদের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত অসহায় মানুষ একটু উষ্ণতা পাবে।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘কোরিয়া মুসলিম কমিউনিটি’র উদ্যোগে সিলেট নগরীর শাহপরান থানার ৩৫নং ওয়ার্ডের ইসলামপুর মেজরটিলা এলাকায় শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, শাহপরান থানা জামায়াতের আমীর শামীম আহমদ, জেলা উত্তরের জামায়াত নেতা মাওলানা মাশুক আহমদ, জামায়াত নেতা মঞ্জুর রহমান, সৈয়দ ফরহাদ হোসেন ও সমাজসেবী আহবাবুর রশীদ চৌধুরী লিমন প্রমূখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট