সীমান্ত এলাকায় বন্যার্তদের মাঝে বিজিবির খাবার বিতরণ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২

সীমান্ত এলাকায় বন্যার্তদের মাঝে বিজিবির খাবার বিতরণ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধীনস্থ বিওপি সমূহে বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১নং ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও, বনগাঁও, নয়াবস্তি, মনিপুরিবস্তি এবং রতনপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০টি পরিবারকে (৪০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের লক্ষণছড়া, কুলনছড়া ও গাছলাওউড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ টি পরিবারকে (৪০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বন্যাতর্দের সাহায্যার্থে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) নিয়মিতভাবে প্রয়োজনীয় নিদের্শনা দিচ্ছেন।


প্রেস বিজ্ঞপ্তি