কুয়েতে বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন

প্রকাশিত: ৬:০৫ পূর্বাহ্ণ, মে ৩, ২০২২

কুয়েতে বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন

ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। একইভাবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও ঈদ উদযাপিত হচ্ছে। এ উদযাপনে অংশ নিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

করোনার ধকল কাটিয়ে ওঠায় মসজিদ, খেলার মাঠ, উন্মুক্ত স্থানে ঈদের জামাত আদায়ের অনুমতি দেয় দেশটির সরকার। সোমবার (২ মে) ধর্ম মন্ত্রণালয়ে অনুমতিক্রমে কুয়েতের বাঙালি অধ্যুষিত অঞ্চলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকালে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান তার বাসভবন বাংলাদেশ হাউসে প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কুয়েতের কমিউনিটি, সাহিত্য সাংস্কৃতিক, সংগঠনের নেতা, প্রবাসী সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এবার ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সিভিল সার্ভিস কমিশন। সাপ্তাহিক ছুটি ৪ দিন ও সরকারি ছুটি ৫ দিন কাটাবে দেশটির সব নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীরা। ৮ মে থেকে যথারীতি অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।