চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. শাজাহান (২৫)। শাজাহান উপজেলার ঘনশ্যামপুর গ্রামের হাছন আলীর ছেলে।

রোববার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চুনারুঘাট থানার রানীরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) মৌলাভীবাজার এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।