বিজয় দিবসে সিসিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

বিজয় দিবসে সিসিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Manual1 Ad Code

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের সবচেয়ে সাহসী সন্তান। বাঙালির চিরকালের শ্রদ্ধার মানুষ। তাদের কল্যাণেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।

Manual5 Ad Code

মেয়র বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতা রক্ষা করা এবং বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমাদের প্রত্যেককে নিজ অবস্থান থেকে সেই দায়িত্ব পালন করতে হবে। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দশ স্বাধীন করেছিলেন তা যেনো কিছুতেই ভুলণ্ঠিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Manual4 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

সিটি করপোরেশনের মুক্তিযুদ্ধ ও প্রবাসী কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সিসিক প্রধান এসেসর চন্দন দাশের সঞ্চালনায় এ অনুষ্ঠানে নগরের ৩২৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

Manual3 Ad Code

নগর ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী।

এতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডেভােকট রফিকুল হক ও ভবতোষ রায় বর্মন। কাউন্সিলরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজম খান ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজিনন আক্তার কনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল কালাম আজাদ লায়েক, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাকসুদা সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিনহাসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারী।

Manual6 Ad Code

মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে এই অনুষ্ঠানের মূল মঞ্চ ফাঁকা রাখা হয়। অতিথিরাও দর্শক সারিতে বসা ছিলেন।

এর আগে সকালে নগরভবনের সম্মুখে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়রসহ সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code