ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনীতে যোগ দিতে বিমান প্রতিমন্ত্রী সিলেট আসছেন আজ

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনীতে যোগ দিতে বিমান প্রতিমন্ত্রী সিলেট আসছেন আজ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন ও ফলক উন্মোচনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি আজ বৃহস্পতিবার সিলেট আসছেন। মন্ত্রী সকাল ৮টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট আসবেন। সকাল ১০টায় ওসমানী বিমানবন্দরে তিনি এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানও বৃহস্পতিবার সকাল ১০টায় এ অনুষ্ঠানে দেবেন। তারা দুজন সকাল ৮টা ৪০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। ওসমানী বিমানবন্দর থেকে বেলা ২টা ৫০ মিনিটে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে তাদের ট্যুর শিডিউলে জানানো হয়েছে।