করোনায় আক্রান্ত আওয়ামী লীগ নেতা কামরানকে ঢাকায় নেয়া হচ্ছে

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

করোনায় আক্রান্ত আওয়ামী লীগ নেতা কামরানকে ঢাকায় নেয়া হচ্ছে

করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।


রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার নেয়ার সিদ্ধান্ত হয়। আজই সিলেট থেকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন কামরানের ঘনিষ্টজন সিলেট সিটি কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী আবুল ফজল খোকন। এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিস’সহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেটে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর। বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট