সিলেটে করোনায় মারা গেলেন আরও একজন

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

সিলেটে করোনায় মারা গেলেন আরও একজন

সিলেটের সকাল ডেস্কঃ সিলেটে করোনায় আক্রান্ত হয়ে নতুন আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বাবুল খান। রোববার (২৪ মে) সকালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মৃত বাবুল খান সিলেট নগরীর বাসিন্দা ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৯ মে করোনায় আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন।