বিদেশি মাতব্বরি চায় না আওয়ামী লীগ

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

বিদেশি মাতব্বরি চায় না আওয়ামী লীগ

ঢাকার দুই সিটি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ‘মাতব্বরি’ দেখতে চায় না আওয়ামী লীগ। বিদেশি পর্যবেক্ষকরা যেন বেশি ‘মাতব্বরি’ না করেন, সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে ইসির সঙ্গে এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বৈঠক করে। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ইমাম জানান, প্রতিনিধি দলটি ইসির সঙ্গে বৈঠকে বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে কথা বলেছেন। আওয়ামী লীগের প্রতিনিধিরা ইসিকে বলেছেন, বিদেশি পর্যবেক্ষকেরা যেন বিধিনিষেধ মানেন। অনেকে অনেক কথা বলে ফেলেন, যাতে মনে হয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ।

এইচ টি ইমাম বলেন, বিদেশি কূটনীতিকদের বিষয়ে যে বিধিনিষেধ রয়েছে, সেটি তাদের এ দেশীয় কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। রাষ্ট্রদূতদের অনেক সম্মান করা হয়। তবে এ সুযোগে বাড়াবাড়ি যেন না হয়। সিটি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। সব কিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট