সিলেটে ফুলকলিকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

সিলেটে ফুলকলিকে ১০ হাজার টাকা জরিমানা

পঁচা, বাসি ও দুর্গন্ধযুক্ত পাটিসাপটা বিক্রির দায়ে সিলেট নগরীর তালতলাস্থ ‘ফুলকলি’র একটি শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।

জানা গেছে, ফুলকলির তালতলা শাখায় পঁচা ও দুর্গন্ধযুক্ত পাটিসাপটার বিক্রির বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন সাংবাদিক আবু তালেব মুরাদের ছেলে আবীর মো. মুমিত। এ অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে সত্যতা পেয়ে আজ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

আবু তালেব মুরাদ নিজেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট