সিলেটে ৪৫ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

সিলেটে ৪৫ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার

সিলেট নগরীর শিবগঞ্জে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) রাত ৯টা ৩৫ মিনিটে শিবগঞ্জের লামাপাড়াস্থ একটি কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মিরাবাজারের প্রয়াত শেখ আবুল বাশারের ছেলে শেখ শহিদুল ইসলাম নয়ন (২৯) ও লামাপাড়ার প্রয়াত ফুল মিয়ার ছেলে মো. আল-আমিন (৩৩)।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী রহিম (৩০) পালিয়ে যান।

এ ঘটনায় উপ-পরিদর্শক রাজীব কুমার রায় বাদী হয়ে শাহপরান থানায় মামলা রুজু করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট