সিলেট-১ আসনে নৌকার মাঝি অর্থমন্ত্রী মুহিতের ভাই মোমেন

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

সিলেট-১ আসনে নৌকার মাঝি অর্থমন্ত্রী মুহিতের ভাই মোমেন

২৫ নভেম্বর ২০১৮, রোববার : মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। রোববার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়। সিলেট জেলার ৬ আসনের মধ্যে ৪টিতে দলীয় প্রার্থী ঘোষণা করলো আওয়ামী লীগ। আসনগুলোর দলীয় প্রার্থীরা হলেন- ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১), মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস (সিলেট-৩), ইমরান আহমদ (সিলেট-৪) ও নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬)। অন্যদিকে সিলেট-২ ও সিলেট-৫ আসন দুটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট