২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৮
নয়াদিল্লি : দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আসন্ন সাধারণ নির্বাচনে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা করতে দিল্লি গেছেন দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দলে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির।
পত্র পত্রিকা প্রকাশিত খবর ছাড়াও ছাড়াও নির্ভরযোগ্য সূ্ত্রে জানা গেছে, বিএনপি নেতারা সেখানে তারা দেশটির প্রভাবশালী কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান বা থিংক ট্যাংকে সাবেক কূটনীতিক, অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের সঙ্গে বৈঠক করেছেন।
বিএনপি সূত্রে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের আগে ভারতের প্রভাবশালী ব্যক্তিত্বদের মতামত জানতে এবং নিজেদের মত জানাতেই তারা এই সফরে গেছেন।
দি হিন্দু পত্রিকায় লেখা হয়েছে – দিল্লিতে বিএনপি নেতারা বাংলাদেশের একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সহায়তার জন্য নরেন্দ্র মোদী সরকারের সাহায্য চেয়েছেন।
প্রতিনিধিদলের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, বাংলাদেশের মানুষ আশা বৃহত্তর প্রতিবেশী ভারত যেন বাংলাদেশে একটি গঠনমূলক ভূমিকা রাখে এবং নির্বাচনে একটি মাত্র দলকে সমর্থন না করে।
তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে উদ্ধৃত করে দি হিন্দু লিখেছে, তারেক রহমান ভারতের সাথে যোগাযোগ বাড়াতে চান।
অমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবিরের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নির্বাচন নিয়ে বিএনপি ভারতের সাহায্য চায়- দি হিন্দুর এই শিরোনামের সাথে কিছুটা দ্বিমত প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিপন।
বিবিসিকে তিনি বলেন, বিএনপি ভারতের কাছ থেকে এমন কোন কোন সাহায্য চায় না। তবে ভারত বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত। বাংলাদেশও একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক দেশ হতে চায়। এ কারণে বিএনপি চাইছে ভারত যেন বাংলাদেশের পাশে থাকে।
তবে রিপন বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের কাছ থেকে একটি বিষয়ে সহায়তা চাই আর তা হল, ভারতের নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী যেভাবে নির্বাচন পরিচালনা করে, ভারতের জনগণের মনোভাব যেমন তাদের নির্বাচনে প্রতিফলিত হয়। একইভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন যেন কাজ করে।
গতবারের একতরফা নির্বাচনে ভারতের তৎকালীন ক্ষমতাসীন দল কংগ্রেস বাংলাদেশের নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছিলো এমন অভিযোগ তুলে এই বিএনপি নেতা বলেন – এবারের নির্বাচনে বাংলাদেশের শাসক দলের প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের তরফ থেকে যেন প্রচ্ছন্ন বা অন্য কোন ধরণের সহযোগিতা না থাকে সেটাই তারা আশা করছেন। বাংলাদেশের মানুষ যেন নির্বিঘ্নে, স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
আসাদুজ্জামান রিপন বলেন, ক্ষমতাসীন দল দাবি করে তাদের সাথে ভারতের প্রতিটি ক্ষেত্রে সুসম্পর্ক রয়েছে। এ কারণে তারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তোয়াক্কাই করছেন না। ভারতের ওপর নির্ভর করে ক্ষমতাসীন দল যদি এমন মনোভাব ব্যক্ত করে থাকেন তাহলে ভারতকে জানিয়ে দেয়া উচিত যে শাসক দল তোমাদের ওপর ভর করে যে আচরণ বাংলাদেশের জনগণের সঙ্গে করছে সেটা বিএনপি পছন্দ করছে না।
বিএনপি শুরু থেকে একটা ভারত বিরোধী অবস্থান নিলেও এখন কেন সেই দেশের দ্বারস্থ হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি কখনোই কোন দেশের বিরুদ্ধে কোন মন্তব্য করেনি বরং দেশের স্বার্থে কথা বলেছে। কতিপয় দেশের বিতর্কিত কয়েকটি নীতির বিরোধিতা করা মানে এই নয় সেটা ওই দেশের বিরুদ্ধে যাওয়া।
সূত্র : বিবিসি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D