কেক কেটে সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৭

কেক কেটে সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২৭ অক্টোবর ২০১৭, শুক্রবার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। গতকাল রাত ১২টা ১মিনিটে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সোবহানীঘাটস্থ বাসায় কেক কেটে দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানটি উদযাপন করে।
কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের পূর্বে সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদারের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। তিনি বলেন মিথ্যা মামলা হামলা ও গ্রেফতারী পরোয়ানা জারী করে সরকারের পতন ঠেকানো যাবে না। বিনা ভোটে স্বঘোষিত সরকারের পায়ের নীচে মাঠি নাই তাই শেষ রক্ষার জন্য পাগলামী করছে। সেই দিন আর দুরে নয় জনগণ তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাড় করাবে।
অবিলম্বে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র নেতা আব্দুল আজিজ, আল মামুন খান, হাবিবুর রহমান হাবিব, এম এ মালেক, আব্দুল মালেক, ছালিক আহমদ চৌধুরী, দিলোয়ার হোসেন জয়, সিরাজুল ইসলাম সিরাজ, সাব্বির আহমদ, আব্দুল খালিক, সোহেল মাহমুদ, সাহেদ আহমদ, মকসুদুল করিম নূহেল, সাইদুর রহমান সাইদ, হোসেন আহমদ রুহুল, ফরিদ আহমদ, খসরুজ্জামান খসরু, এনামুল ইসলাম লায়েছ, শাহজান আহমদ জুয়েল, আলী আহমদ আলম, সালাউদ্দিন রিমন, সোলেমান সিদ্দিকী, নুরুল হক রাজু, সোহেল আহমদ, আব্দুস সালাম, মইন উদ্দিন, আলী আহমদ, সিদ্দিকুর রহমান রুহেল, শাহেল আহমদ, মুহিন আহমদ, মাছুম আহমদ লশকর, গিয়াস আহমদ, হেলাল আহমদ, তমিজুল ইসলাম, সাইদুল ইসলাম, জুম্মান আহমদ, আজির উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, আমির হোসেন, আব্দুল গফুর, শিপন চন্দ, বাবুল মিয়া, আব্দুল মন্নান প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট