সকালে জকিগঞ্জে যোগদান বিকালে প্রেষণে বদলী সিলেটে!

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৭

সকালে জকিগঞ্জে যোগদান বিকালে প্রেষণে বদলী সিলেটে!

আহমেদুল হক চৌধুরী বেলাল : সিলেট শহর থেকে ৯১ কি.মি. দূরের উপজেলা জকিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ হিসেবে ১৬ জুলাই সকালে যোগদান করেন ডা. সায়েকা রেহনুমা। ঐ দিন বিকালেই তিনি সিলেট শহরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেষণে বদলী হন।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন থেকে একই আদেশে ডা. সায়েকা রেহনুমাকে জকিগঞ্জে যোগদান ও সিলেটে প্রেষণে বদলীর আদেশ দেয়া হয়েছে।
ডা. মেহেদী বলেন, জকিগঞ্জ একটি দূরবর্তী এলাকা। প্রায় এক বছর ধরে হাসপাতালের গাইনী বিশেষজ্ঞের পদটি শূন্য ছিল। মাতৃ স্বাস্থ্য সুরক্ষা, মায়েদের জরুরী ও জটিল সেবা দেয়ার জন্য জকিগঞ্জ হাসপাতালে একজন গাইনী বিশেষজ্ঞ খুবই প্রয়োজন।
উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বলেন, সায়েকা রেহনুমা ঢাকার একটি হাসপাতালে বিশেষ কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জকিগঞ্জে যোগদান করায় খাতা কলমে জকিগঞ্জে গাইনী বিশেষজ্ঞ থাকলেও জকিগঞ্জবাসী কোনো সেবা পাবেন না। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিষয়টি আমি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সাথেও আলোচনা করেছি। আমরা লিখিতভাবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবো।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট