সিলেট ও মৌলভীবাজারে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৭

সিলেট ও মৌলভীবাজারে মৃদু ভূমিকম্প অনুভূত

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

ওয়েবসাইট সুত্রে জানা যায়- ভারতের মনিপুর রাজ্যের সিঙ্গাট এলাকায় ছিল এই ভুমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন।

তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এদিকে সিলেটের পাশাপাশি মৌলভীবাজারেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

তবে মৌলভীবাজার আবহাওয়া অফিস জানায়, ঢাকা ও সিলেট অফিস থেকে কোন রিপোর্ট আসে নি। ভূমিকম্প অনুভূত হওয়ায় মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকার উচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট