মানসিক বিকারগ্রস্তরা যেন ক্ষমতায় আসতে না পারে : কামরুল

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৭

মানসিক বিকারগ্রস্তরা যেন ক্ষমতায় আসতে না পারে : কামরুল

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রাজনৈতিকভাবে যারা মানসিক বিকারগ্রস্ত আগামী জাতীয় নির্বাচনে তারা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনমত গড়ে তুলতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও অপরাজেয় বাংলা যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৩০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। খবর বাসস।

খাদ্যমন্ত্রী বলেন, যারা এতিমের টাকা মেরে খায়, সন্ত্রাস করে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, অবৈধভাবে বাড়ি দখল করে তাদের রাজনীতিতে থাকারও কোনো অধিকার নেই।

তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান, এ সমাজের অংশ ও এ দেশের মানুষ। তাদের প্রতি অবহেলা নয় বরং তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।

অপরাজেয় বাংলার আহবায়ক এইচ রহমান মিলুর সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের সহকারি অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শেরে বাংলা ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট