সিলেটে ১৬ মামলার আসামি শিপন গ্রেফতার

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুন ২, ২০১৭

সিলেটে ১৬ মামলার আসামি শিপন গ্রেফতার

দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী আহমেদ শিপন (৩২)’কে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ লা জুন) ভোরে তাকে শাহপরান থানাধীন পূর্ব সাদাটিকর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিপন বিশ্বনাথ থানার আছমত আলীর ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক শিপন এর বিরুদ্ধে এসএমপি ও সিলেট জেলার বিভিন্ন থানায় ১১টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে। এছাড়াও এসএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলা আছে।

শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, শাহপরান থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাই এবং অস্ত্র মামলা আছে। শিপন এসএমপি’র টপ ছিনতাইকারী ০৩ জনের মধ্যে ০১ জন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট