তথ্যভনির্ভর খবরের পিছনে একটি ছবির গুরুত্ব অনেক : অর্থমন্ত্রী

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

তথ্যভনির্ভর খবরের পিছনে একটি ছবির গুরুত্ব অনেক : অর্থমন্ত্রী

মানুষের চাহিদা বুঝে ছবি তুলে খবরের গুরুত্ব বাড়িয়ে তুলেন ফটো সাংবাদিকরা- এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ফটোসাংবাদিকদের সাধারণ ফটোগ্রাফারদের চেয়ে অনেক বেশি গুণ রয়েছে।। তাদের অভিজ্ঞতা অনেক ফলপ্রসু। তারা সাহসী মানুষ। ফটো সাংবাদিকরা একটি ছবি যেভাবে উপস্থাপন করেন পাঠকরা সেই পূর্ণ অবস্থা অনুধাবন করেন। বুধবার বেলা ১১ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজনে সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। অর্থমন্ত্রী আরো বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, মিছিল, সমাবেশ এমনকি মিছিলে মাথার মগজ বেরিয়ে যাওয়ার মত মর্মান্তিক দৃশ্য এবং একাত্তরের বিভৎসতার চিত্র বিশ্বের সামনে তুলে ধরে মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে ফটো সাংবাদিকরা। সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতেন ফয়সল ও সাধারন সম্পাদক এ এইচ আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতিসংঘের সাবেক স্থায়ী কমিটির সদস্য ড. একে এম আব্দুল মোমেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে মহসিন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তফা কামাল, স্যাটেলাইট টেলিভিশন সময় সংবাদের ব্যুরো প্রধান ইকরামুক কবির ইকু। উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য বেলায়েত হোসেন। সেসময় অর্থমন্ত্রীকে সম্মাননা স্বারক প্রদান করেন সংগঠনের সাবেক সভাপতি ইকবাল মনসুর ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়ছল। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ‘লেন্স’ নামক স্বারকের মোড়ক উন্মোচন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট