ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো শিক্ষা পূর্ণতা পায়না : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো শিক্ষা পূর্ণতা পায়না : প্রধানমন্ত্রী

মানুষ যত ধরণের উচ্চ শিক্ষাই গ্রহণ করুক না কেনো ধর্মীয় শিক্ষা না পেলে সেই শিক্ষা পূর্ণাঙ্গ হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এই ধর্মীয় শিক্ষাকে ছড়িয়ে দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। শিক্ষানীতিতেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

সকালে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার কোরআন শরিফ ইংরেজিতে অনুবাদ করে তার ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে।