সিলেটে ৩দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু বুধবার

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

সিলেটে ৩দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু বুধবার

প্রতি বছরের ন্যায় এবারও খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী ২৯তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হবে। শেষ হবে ২৬ জানুয়ারি শুক্রবার।

জামেয়া দরগাহ’র মুহতামিম ও খাদিমূল কুরআন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা মাশুক উদ্দিন (বড়বাড়ী)’র সভাপতিত্বে বুধবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন আওলাদে রাসূল সা. হযরত মাওলানা হাসান আসজাদ মাদানী- ভারত, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জের শায়খুল হাদীস মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী- হবিগঞ্জ, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান- বানিয়াচং, হবিগঞ্জ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী- ঢাকা, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা সহ দেশবরেন্য উলামায়ে কেরামগণ।

৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে সর্বস্তরের মুসল্লিগণকে উপস্থিত থেকে মাহফিলকে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন খাদিমুল কুরআন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট