১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪
প্রতি বছরের ন্যায় এবারও খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী ২৯তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হবে। শেষ হবে ২৬ জানুয়ারি শুক্রবার।
জামেয়া দরগাহ’র মুহতামিম ও খাদিমূল কুরআন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা মাশুক উদ্দিন (বড়বাড়ী)’র সভাপতিত্বে বুধবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন আওলাদে রাসূল সা. হযরত মাওলানা হাসান আসজাদ মাদানী- ভারত, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জের শায়খুল হাদীস মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী- হবিগঞ্জ, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান- বানিয়াচং, হবিগঞ্জ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী- ঢাকা, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা সহ দেশবরেন্য উলামায়ে কেরামগণ।
৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে সর্বস্তরের মুসল্লিগণকে উপস্থিত থেকে মাহফিলকে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন খাদিমুল কুরআন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D