সিকৃবিতে শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী পন্থী প্যানেলের জয়

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

সিকৃবিতে শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী পন্থী প্যানেলের জয়

Manual5 Ad Code

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ (গশিপ) মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে।

Manual5 Ad Code

আর কোনো প্রতিদ্বন্দ্বী দল অংশগ্রহণ না করায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকাল ৫ টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জীতেন্দ্র নাথ অধীকারী সিকৃবি গশিপ মনোনীত প্যানেলের ১১ জন প্রার্থীকে ১১টি পদে জয়যুক্ত হিসেবে ঘোষণা করেন।

Manual7 Ad Code

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আল মামুন।

Manual2 Ad Code

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ড. আনজুমান আরা, কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ড. অসীম সিকদার এবং যুগ্ন-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ড. কাজী মোহাম্মদ আলী জিন্নাহ।

এছাড়াও সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ড. মো. শহীদুল ইসলাম, ড. মো. শাহ্ আলমগীর, ড. মো. মোশাররফ হোসেন সরকার, ড. তন্বী দে, মো. জানিবুল আলম সোয়েব এবং ডা. মোঃ মাসুদ পারভেজ।

শিক্ষক সমিতির নতুন সভাপতি ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু আর্দশের পরিচালিত শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ সহ সকল শিক্ষকদের প্রতি। আমি আমার এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। সিকৃবিকে শিক্ষা ও গবেষণায় শিক্ষকদের সহায়তায় এগিয়ে নিতে সর্বাত্মক কাজ করে যাবো এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সদা কাজ করে যাবো।’

Manual2 Ad Code

এদিকে নতুন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ আল মামুন বলেন, ” আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মজিবুর রহমানকে। সিকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকগণের সহযোগিতা নিয়ে শিক্ষকদের নায্য দাবিসমূহ প্রতিষ্ঠিত করতে কাজ করে যাব, সেই সাথে বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সচেষ্ট থাকবে।”

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন থাকলেও অন্য কোনো দল মনোনয়নপত্র জমা দেননি। তাই প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী পন্থী গশিপ মনোনীত ১১ জন প্রার্থীকে জয়ী হিসেবে ঘোষণা করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code