কোম্পানীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪

কোম্পানীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

“কৃষিই সমৃদ্ধি, আগামীর কৃষি বানিজ্যিক কৃষি, রুপান্তরের কৃষি, যান্ত্রিকীকরনের কৃষি” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ( ১৬ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ, সিলেট এর যৌথ আয়োজনে ২০২৩ -২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচি আওতায় হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে সুন্দাউরা গ্রামে ধান রোপন এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনি অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা। কৃষকদের পক্ষ থেকে গ্রুপ লিডার আজমান হোসেন সেলিম সমলয় চাষাবাদ নিয়ে অভিমত ব্যক্ত করেন।

কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দউরা গ্রামের ৩৯ জন কৃষকের ৫০ একর জমিতে এই সমলয় প্রদর্শনী করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, (উদ্ভিদ সংরক্ষণ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিছুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া ফেরদৌস,
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ প্রমুখ।