১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪
রোটারি ক্লাব জালালাবাদ এর আয়োজনে ঠোট কাটা,তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের বিনামৃল্যে প্লাস্টিক সার্জারি অপারেশন করা হবে। উক্ত প্লাস্টিক সার্জারি অপারেশন করবেন আমেরিকা, কানাডা, জার্মানি, নেদারল্যান্ড, তুরস্ক,ও মিশর থেকে আগত রোটা প্লাস্ট ইন্টারন্যাশনালের বিশ্বখ্যাত সার্জন ও মেডিকেল বিশেষজ্ঞবৃন্দ।
আগ্রহী ঠোট কাটা, তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে জালালাবাদ রোটারি হাসপাতাল মানিকপীর রোড সিলেট। মোবাইল: ০১৭২৬-৬৮১৯৬২, ০১৭১৪-০৪০০৭৮, ০১৭১১-৩২০৬৩৬, ০১৭১২-৩৬১৭৭৭, ০১৭১১৪-৮৪৩৯৩, ০১৭১২-৬৮৭৮০৭। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মিরবক্সটুলা সিলেট। মোবাইল: ০১৭৩০৬৩৯০২৪, ফোন: ৮৮০২৯৯৬৬৩৬১২২, ৮৮০২৯৯৬৬৩৬১২৩।
উপরোক্ত ঠিকানায় নাম তালিকা ভুক্তির জন্য রোটাপ্লাস মিশন ২০২৪ বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী ডা. মনজুরুল হক চৌধুরী আগ্রহী রোগীদের অনুরোধ জানিয়েছেন।
তালিকাভুক্ত রোগীদের আগামী ২৩ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগী বাছাই করা হবে এবং ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অপারেশন করা হবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D