স্বেচ্ছাসেবক দল নেতা খান জামালকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

স্বেচ্ছাসেবক দল নেতা খান জামালকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (১৫ জানুয়ারী) সিলেট মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট ১ম আদালতে রিমান্ড শুনানির জন্যে তুললে বিজ্ঞ আদালত শুনানি শেষে জেলগেইটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

রিমান্ড শুনানিতে উপস্থিত ছিলেন সিলেট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট গোলাম এহিয়া চৌধুরী সোহেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, অ‍্যাডভোকেট সাঈদ আহমদ, অ‍্যাডভোকেট রিয়াজ আহমদ, অ‍্যাডভোকেট মুস্তাক আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট রিপন, এডভোকেট রাজ্জাক, এডভোকেট ইয়াছির প্রমুখ।

উল্লেখ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল-কে গত বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের ঝেরঝেরিপাড়া থেকে সিলেট পুলিশের ডিসি আজবাহার আলী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন নেতৃত্বে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট