মধ্যনগরের কৃতি সন্তান, ডিএমপি’র এডিসি জ্যোতির্ময় সরকার তপু আর নেই

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪

মধ্যনগরের কৃতি সন্তান, ডিএমপি’র এডিসি জ্যোতির্ময় সরকার তপু আর নেই

ভাটি অধ্যুষিত মধ্যনগর এলাকার কৃতি সন্তান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার তপু আর নেই । তিনি ৩০তম বিসিএস এর পুলিশ কর্মকর্তা ছিলেন।
গত ৪ জানুয়ারী বৃহস্পতিবার কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে গেলে রাত পৌনে আটটার দিকে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জ্যোতির্ময় সরকার তপু সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামে ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত জহরলাল সরকার ও মাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী হিরণ বালা সরকার। দুই ভাই এক বোন। তিনি সবার ছোট ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগে ছাত্র ছিলেন।
৪১ বছর বয়সী জ্যোতির্ময় সরকারের বিবাহিত জীবনে ছয় বছর বয়সী এক ছেলে সন্তানের জনক। মৃত্যু কালে তিনি মাতা, স্ত্রী মিথিল তালুকদার, ছেলে নৈতিক সরকার, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জ্যোতির্ময় সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার গভীর  শোক ও সমবেদনা জ্ঞাপন করেনে। সেই সঙ্গে শোকাহত পরিবারবর্গের প্রতিও গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় সকলের আশীর্বাদ ও দোয়া একান্তভাবে কামনা করেছেন।
জ্যোতির্ময় সরকারের মরদেহ ৫ জানুয়ারি সকাল সোয়া সাতটায় ঢাকা থেকে সিলেট নগরীর বাগবাড়িস্থ বাসায় নিয়ে আসা হয়। সকাল ১০টায় সিলেট পুলিশ লাইন্সে নিয়ে গেলে তাঁকে গার্ড অফ ওনার প্রদান করা হয়। সিলেট নগরীর চালিবন্দরস্থ মহাশ্মশানে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। সিলেটস্থ বাসায়, পুলিশ লাইনস এবং সিলেট মহাশ্মশানে এলাকাবাসী সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহীগণ উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।
জ্যোতির্ময় সরকার তপু ৩০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। খুব  কৃতী ও  সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন। অত্যন্ত পরোপকারী। সিলেট মেট্রোপলিটন পুলিশেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট