ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : আবুল কাহের শামীম

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : আবুল কাহের শামীম

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হলে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাদের জামানতই থাকবে না। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। ৭ জানুয়ারির সাজানো ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যাবে না।

তিনি আজ শনিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এসব কথা বলেন।

এ সময় আর উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলার বিএনপির সভাপতি আহমেদ রেজা,সহসভাপতি আতাউর রহমান, সৈয়দ মুয়াজ্জেন হোসেন,জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, জামিল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাবর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল হোসেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট