১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৬
দামেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্তে কুর্দি অধ্যুষিত শহর কামিসলিতে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং আরো বহুলোক আহত হয়েছেন।
বুধবার হামলাকারীরা ট্রাক ও মোটরসাইকেল নিয়ে একই স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটায় বলে খবর দিয়েছে আলজাজিরা।
Manual4 Ad Codeএই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক এবং আইএসআইএল।
Manual1 Ad Codeব্রিটেন ভিত্তিক সিরিয়ার একটি হিউম্যান রাইটস অবজারভেটরি সংস্থা জানিয়েছে, কুর্দিস পুলিশের একটি কেন্দ্র এবং তার পাশে একটি সরকারি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।এর আগেও কুর্দি অধ্যুষিত এলাকায় বেশ কয়েকটি বোমা হামলা চালানোর কথা দাবি করেছে আইএসআইএল।
Manual6 Ad Codeখবরে বলা হয়, হামলার ঘটনায় সরকারি ভবনটি ধসে পড়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
Manual2 Ad Codeসূত্র : আলজাজিরা

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D