ঠেলাগাড়ি প্রতীক পেলেন তৌফিক বকস্ লিপন

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ২, ২০২৩

ঠেলাগাড়ি প্রতীক পেলেন তৌফিক বকস্ লিপন

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ রোটারিয়ান তৌফিক বকস্ লিপন এবারের সিটি নির্বাচনে ঠেলাগাড়ি প্রতিক পেয়েছেন। শুক্রবার সিলেটের প্রধান নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের আনুষ্ঠানিক ভাবে রোটারিয়ান তৌফিক বকস্ লিপনকে ঠেলাগাড়ি প্রতীক প্রদান করেন ।

ঠেলাগাড়ি প্রতীক পাওয়ার পর তৌফিক বকস্ লিপন বলেন, এ প্রতিক ২৬ নং ওয়ার্ডের সকল বাসিন্দাদের প্রতীক, এ প্রতীক ২৬ নং ওয়ার্ডের মেহনতি মানুষের প্রতীক । তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া জানিয়ে বলেন, তিনি পূনরায় নির্বাচিত হলে ২৬ নং ওয়ার্ডের সকল সম্মানিত ভোটারদের সাথে নিয়ে ওয়ার্ডের অসম্পূর্ণ সকল কাজ অতিতে যেভাবে করে আসছেন, সেভাবেই করে যাবেন ।

২৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি । তিনি ২১শে জুনের নির্বাচনের দিন তার নির্বাচনী প্রতীক ঠেলাগাড়ি মার্কায় ভোট প্রদানের জন্য সবার প্রতি আকুল আহবান জানান । প্রেস-বিজ্ঞপ্তি।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট