নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৬

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবত পুর গ্রামের সৌদি আরব প্রবাসী মছদ্দর মিয়ার বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত গভীর রাতে দুধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে।

জানা যায়, একদল ডাকাত ঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে মঞ্জিল মিয়ার স্ত্রী রপচাঁন বিবি (৭০) কে হাত পা বেঁধে ঘরে রক্ষিত স্টিলের আলমিরা ও সুকেসের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ও মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

খবর পেয়ে স্থানীয় গোপলার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট