বার্লিনে চিকিৎসককে গুলির পর বন্দুকধারীর আত্মহত্যা

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

জার্মানির বার্লিনের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় এক চিকিৎসক গুরুতর আহত হয়েছেন।

হামলার পর অজ্ঞাত বন্দুকধারী নিজের গুলিতেই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে এএফপি।

এদিকে ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের ইউনিভার্সিটি হসপিটাল স্টেগলিজে ওই বন্দুক হামলা হয়।

হাসপাতালে ঢুকে চিকিৎসককে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে অজ্ঞাত বন্দুকধারী। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করে।

জার্মানির রাজধানী বার্লিনভিত্তিক ইউনিভার্সিটি হসপিটাল স্টেগলিজ ইউরোপের বৃহত্তম হাসপাতালগুলোর একটি।

এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি পঞ্চম হামলার ঘটনা। এর আগে শুক্রবার মিউনিখে গুলি করে নয়জনকে হত্যা করা হয়।

এ ছাড়া সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্সবাখ শহরে উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানে আত্মঘাতী হামলায় একজন নিহত হয়।