মিডলঅর্ডারে চরম ব্যর্থতায় হারলো বাংলাদেশ

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

মাশরাফিদের দুর্দান্ত বোলিংয়ের পর ভালোভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইমরুল-সাব্বিরের জুটি। তবে সাব্বিরের রান আউটের পর মিডলঅর্ডারে মাহমুদউল্লাহ-সাকিব-মোসাদ্দেকদের ব্যর্থতায় হারল বাংলাদেশ।

২৩ বলে ১৬ রান করে ফিরে যায় তামিম এরপর নিজেদের ভুলের কারণে ৩৮ রানে ফেরেন সাব্বির রহমান। ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৪ রান।

এর আগে বৃহস্পতিবার নেলসনের সেক্সটন অভাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। ইনিংসের প্রথম ওভার করতে গিয়ে মার্টিন গাপটিলকে তুলে নিয়ে দারুণ সূচনা এনে দেন তিনি। লেগ ও মিডেল স্ট্যাম্পের করা বলটি খেলতে গিয়ে মিস করলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন গাপটিল। এরপর দলীয় ৩৭ রানে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেরান তাসকিন আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট