জেলা তাতীদল সভাপতি শওকত আলীর মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

জেলা তাতীদল সভাপতি শওকত আলীর মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

সিলেট নগরীর আখালিয়া এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান প্রয়াত বিএনপি নেতা ওসমান আলীর ছেলে, জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার সভাপতি শওকত আলী আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিএনপি নেতা শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১০ মার্চ) এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, শওকত আলী জাতীয়তাবাদী দল বিএনপির একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাতীদলের জেলা আহবায়ক হিসেবে তিনি সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন।

তার মতো আদর্শনিষ্ঠ ও অকুতোভয় বিএনপি নেতার মৃত্যুতে আমরা শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট