১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ, এসআই আলাউদ্দীনের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নিহতের ভাই মামলা দায়ের করেছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজের আদালতে নিহত উজির মিয়ার ভাই ডালিম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ সময় দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার মামলা আমলে নিয়ে এফআইআর গণ্যে আদেশ দিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন। মামলায় বাদী পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন প্রদীপ কুমার নাগ, রবিউল লেইস।
মামলার বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।
এর আগে এ ঘটনায় রোববার শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে ২ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি বুধবার রাতে একটি গরু চুরির মামলায় সন্দেহজনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। পরে ২১ ফেব্রুয়ারি নিজ বাড়িতে উজির মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে ২১ ফেব্রুয়ারি বিকেলে নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের সু-বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
বর্তমানে জেলা প্রশাসক কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট পৃথক ২টি এবং অতিরিক্ত ডিআইজির একটি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D