সোমবার সিলেটে আসছেন ডঃ খন্দকার মোশাররফ হোসেন

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

সোমবার সিলেটে আসছেন ডঃ খন্দকার মোশাররফ হোসেন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্দ্ধগতিতে জনমানুষের অসহনীয় দুর্ভোগে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর চৌহাট্রাস্থ শহীদ মিনার প্রাঙ্গনে আগামি ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডঃ খোন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশকে সফল করতে মহানগর বিএনপি ও তার অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ভোক্তভোগী জনগণের প্রতি উক্ত সমাবেশে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট