জনগণের প্রত্যাশা পূরণে আক্তার হোসেন আন্তরিকতার সাথে কাজ করবেন : কয়েছ আহমদ

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২

জনগণের প্রত্যাশা পূরণে আক্তার হোসেন আন্তরিকতার সাথে কাজ করবেন : কয়েছ আহমদ



সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ আক্তার হোসেনের সম্মানে বানেশ্বরপুর যুব সমাজের উদ্যোকে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১৯ ফেব্রুয়ারি শনিবার রাতের রুহেল মিয়ার বাসভবনে অনুষ্ঠিত হয়।

সুরমা যুব ব্যবসায়ী সমিতির সভাপতি, তরুণ সমাজসেবী মোঃ আঙ্গুর আলীর সভাপতিত্বে ও তরুণ যুব সংগঠক মোঃ মামুন মিয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব কয়েছ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সংবাদ ডটকম এর প্রতিনিধি মোঃ সাহেদ আহমদ, দক্ষিণ সুরমা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বনেশ্বরপুর তাফসীরুল কুরআন মাহফিল পরিষদের সদ্য সাবেক সভাপতি লিপন আহমদ, বর্তমান সভাপতি মোঃ রুহেল মিয়া, সহ সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, যুব সংগঠক হাসানুর রহমান শিশু, ইকবাল আহমদ, ইব্রাহিম আলী, হাসান আহমদ, এমডি বুরহান, মুন্না আহমদ, মতি মিয়া, আব্দুল আলীম, রিয়াদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কয়েছ আহমদ বলেন, দীর্ঘ দিন পর তেতলী ইউনিয়নবাসী তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। ৩নং ওয়ার্ডবাসী যে আশা নিয়ে আক্তার হোসেনকে মেম্বার হিসেবে নির্বাচিত করেছেন, তাকে অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এলাকার রাস্তা, কালভার্ট, ড্রেন সহ ওয়ার্ডের উন্নয়নে মেম্বার আক্তার হোসেন উদ্যোগ নিবেন। এতে আমি সহ প্রবাসী ও এলাকার জনগণ সর্বাত্মক সহযোগিতা করবেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মেম্বার আক্তার হোসেন বলেন, আমি ওয়ার্ডবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তাদের আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আমার সাধ্যমত তাদের সেবা কাজ করে যাবে। আমি সংবর্ধনা প্রদান করায় বানেশ্বরপুর যুব সমাজের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট