মাধবপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২

মাধবপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি আসকির মিয়া ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার( ১৯ ফেব্রুয়ারি) ভোররাতে র‌্যাব হবিগঞ্জ ক্যাম্পের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইরল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে মাধবপুর থানায় তাদের হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, গত ৫ ডিসেম্বর মাধবপুরের কালিনগর গ্রামে নিজ ঘরে শুয়েছিলেন ওই গৃহবধূ। তার স্বামী চাকরির প্রয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় থাকতেন। এ সুযোগে একই গ্রামের বখাটে আসকির ও তার সহযোগীরা গভীর রাতে দরজা কেটে ঘরে ঢোকে।

এক পর্যায়ে ওই গৃহবধূর হাত-পা বেঁধে জোরপূর্বক গণধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গত ৬ ডিসেম্বর আসকিরসহ ৪ জনকে আসামি করে মাধবপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন নির্যাতিতা গৃহবধূ।

এরপর থেকে আসামিরা পলাতক ছিল। শনিবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের একদল সদস্য।

এ ব্যাপারে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আব্দুল্লাহ আল নোমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে আসামিরা। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট