খাদিমপাড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি ও শিক্ষানুরাগী তমিজ উদ্দিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

খাদিমপাড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি ও শিক্ষানুরাগী তমিজ উদ্দিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৭ পরগনার বিশিষ্ট মুরব্বি ও শিক্ষানুরাগী সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক তিন বারের মেম্বার তমিজ উদ্দিন আহমদের ৩২ তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (শুক্রবার) তাঁর রুহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মরহুমের পরিবার।

তমিজ উদ্দিন আহমদ, জামিয়া ইসলামিয়া (দারুল হাদিস) দরগাহে হযরত শাহপরাণ (রহ.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণ গোবিন্দ সরকারী প্রাইমারি বিদ্যালয়ের উদ্যোক্তা ও খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তিন বারের ইউপি সদস্য ছিলেন।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তমিজ উদ্দিন আহমদ। বর্তমানে দুই ছেলে কামাল আহমদ ও জামাল আহমদ লন্ডন প্রবাসী। অপর ছেলেদের মধ্যে আলহাজ্ব গৌছ উদ্দিন (পাখি) ৪নং ওয়ার্ডের সদস্য ছিলেন ৩ বার। বাকি দুই ছেলে আনোয়ার হোসেন ও আলমগীর হোসেন ব্যবসা করেন।

তাঁর মৃত্যুবার্ষিকীতে খাদিমপাড়া’সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

উল্লেখ্য, তমিজ উদ্দিন আহমদ ১৯৮৮ সালের ১২ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট