খাদিমপাড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি ও শিক্ষানুরাগী তমিজ উদ্দিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

খাদিমপাড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি ও শিক্ষানুরাগী তমিজ উদ্দিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৭ পরগনার বিশিষ্ট মুরব্বি ও শিক্ষানুরাগী সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক তিন বারের মেম্বার তমিজ উদ্দিন আহমদের ৩২ তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (শুক্রবার) তাঁর রুহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মরহুমের পরিবার।

তমিজ উদ্দিন আহমদ, জামিয়া ইসলামিয়া (দারুল হাদিস) দরগাহে হযরত শাহপরাণ (রহ.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণ গোবিন্দ সরকারী প্রাইমারি বিদ্যালয়ের উদ্যোক্তা ও খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তিন বারের ইউপি সদস্য ছিলেন।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তমিজ উদ্দিন আহমদ। বর্তমানে দুই ছেলে কামাল আহমদ ও জামাল আহমদ লন্ডন প্রবাসী। অপর ছেলেদের মধ্যে আলহাজ্ব গৌছ উদ্দিন (পাখি) ৪নং ওয়ার্ডের সদস্য ছিলেন ৩ বার। বাকি দুই ছেলে আনোয়ার হোসেন ও আলমগীর হোসেন ব্যবসা করেন।

তাঁর মৃত্যুবার্ষিকীতে খাদিমপাড়া’সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

উল্লেখ্য, তমিজ উদ্দিন আহমদ ১৯৮৮ সালের ১২ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট