জকিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

জকিগঞ্জের গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার তহবিল থেকে ইবতেদায়ী শাখার শতাধিক শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসায় এক অনুষ্ঠানে মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি সমাজসেবী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য আলী আকবার রাসেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, সাবেক মেম্বার সিরাজ উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কবির আহমদ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রিফতা আহমদ চৌধুরী, অভিভাবক আব্দুল আহাদ, সাবেক ইউপি সদস্য কল্পনা বেগম, আব্দুশ শুক্কুর, সংগঠক উবায়দুল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী আকবার রাসেল বলেন- বাঙালি জাতির ভাগ্যের উন্নয়ন ঘটাতে শিক্ষার কোন বিকল্প নেই। এলাকার চেহারা বদল করতে সকল মানুষ নিজের অবস্থান থেকে শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগী হতে হবে।

এ সময় তিনি প্রবাস থেকে গঙ্গাজল মাদ্রাসায় সহযোগীতা করবেন বলেও আশ্বস্থ করেন।

মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি সমাজসেবী জালাল উদ্দিন বলেন- ঝরে পড়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। সমাজের সকল বিত্তবানরা যদি শিক্ষার উন্নয়নে এগিয়ে আসেন তাহলে শিক্ষার উন্নয়ন করা সম্ভব। তিনি সকলকে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে আহবান জানিয়েছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট