২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় ৮ ও ১০ই ফেব্রুয়ারি ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর মেন্দিবাগ, নােওয়াগাও, সাদাটিকর, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অপরদিকে, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্ট, চালিবন্দর, কাষ্টঘর, সােবহানীঘাট, বিশ্বরােড, নাইওরপুল, ধােপাদিঘীরপাড়, ওসমানী যাদুঘর, জেলখানা, বঙ্গবীর, পৌরমার্কেট, হাফিজ কমপ্লেস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D