মঙ্গল ও বুধবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

মঙ্গল ও বুধবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় ৮ ও ১০ই ফেব্রুয়ারি ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর মেন্দিবাগ, নােওয়াগাও, সাদাটিকর, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অপরদিকে, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্ট, চালিবন্দর, কাষ্টঘর, সােবহানীঘাট, বিশ্বরােড, নাইওরপুল, ধােপাদিঘীরপাড়, ওসমানী যাদুঘর, জেলখানা, বঙ্গবীর, পৌরমার্কেট, হাফিজ কমপ্লেস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট