আজ মুখোমুখি ঢাকা-চিটাগাং, খুলনা-কুমিল্লা

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

Manual6 Ad Code

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। অপর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যালেঞ্জের সামনে পড়বে খুলনা টাইটান্স।

Manual7 Ad Code

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় খুলনা-কুমিল্লা ও সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা-চিটাগং ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

সাকিবদের হারাতে পারলে তামিম-গেইলের চিটাগংয়ের শীর্ষ চারে থেকেই প্লে-অফ রাউন্ড সুনিশ্চিত হবে। একই সমীকরণের সামনে খুলনা। এখনো দু’ টি করে ম্যাচ বাকি থাকায় হেরে গেলেও সুযোগ থাকবে।

Manual6 Ad Code

এর আগে, চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচটিতে (১৭ নভেম্বর) সাগতিকদের ১৯ রানে হারিয়েছিল ঢাকা। এর চারদিন আগে টুর্নামেন্টের প্রথম দেখায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে ১৩ রানের জয় পায় খুলনা।

এবারের আসরে ধুঁকতে থাকা কুমিল্লা দেরিতে হলেও শেষদিকে এসে ছন্দ খুঁজে পেয়েছে। শেষ চারের আশা শেষ হয়ে গেলেও টানা দুই জয়ে তারা অন্য দলগুলোর জন্য হুমকি! নিজেদের সবশেষ ম্যাচটিতে রাজশাহী কিংসের বিপক্ষে আট উইকেটের দাপুটে জয় তুলে নেয় মাশরাফির দল।

অন্যদিকে, টানা পাঁচ জয়ে উড়ছে চিটাগং। গত ২৯ নভেম্বর তামিমদের কাছে পাঁচ উইকেটে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পায় খুলনা। দুর্দান্ত গতিতে ছুটছে ঢাকা। দু’দিন আগে রংপুর রাইডার্সকে ৪২ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় শিরোপার অন্যতম দাবিদার।

Manual3 Ad Code

পয়েন্টে টেবিলে ১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা ঢাকার সংগ্রহ সাত জয় ও তিন হারে ১৪। দুই পয়েন্ট করে পিছিয়ে যথাক্রমে দুইয়ে চিটাগং ও তৃতীয় স্থানে খুলনা। ছয় পয়েন্টে তলানিতে কুমিল্লা। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে রংপুর। সমান পয়েন্টে নেট রান রেটে এগিয়ে থাকায় চার নম্বরে এক ম্যাচ বেশি খেলা রাজশাহী। ১১ ম্যাচে মাত্র চার জয়ে ছয়ে অবস্থান করছে মুশফিকের বরিশাল বুলস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code