মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

লক্ষ্য ১২৯ রানের। দেখেশুনে খেললে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয়। কিন্তু মিরপুরে তৃতীয় টি-টুয়েন্টিতে সিরিজ জয়ের মিশনে নেমে যেন অতিআত্মবিশ্বাসে ভুগছেন টাইগার ব্যাটসম্যানরা।

যদিও ওপেনিং জুটিতে লিটন দাস আর নাইম শেখ ১৭ বলেই তুলে ফেলেছিলেন ২৩ রান। কিন্তু ১১ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করে লিটন আউট হওয়ার পরই বিপদ নেমে আসে স্বাগতিক শিবিরে।

ম্যাকঞ্চির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন। পরের ওভারেই সাজঘরে শেখ মেহেদি হাসান। প্রমোশন পেয়ে তিন নম্বরে আসা মেহেদি (৪ বলে ১) বাজে শট খেলে শর্ট মিডউইকেটে ক্যাচ হয়েছেন।

অ্যাজাজ প্যাটেল ওই ওভারে আরও এক উইকেট তুলে নিয়েছেন। এবার আউট অভিজ্ঞ সাকিব আল হাসান। উইকেটে এসেই লংঅনে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার (২ বলে ০)। সেই সাথে ফিরে গেছেন নাঈমও। ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২ রান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট