কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো আর নেই

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

২৬ নভেম্বর ২০১৬, শনিবার : কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে কাস্ত্রো মারা যান তিনি।

দেশটির সরকারি টেলিভিশনের বার্তায় খবরটি নিশ্চিত করা হয়েছে।

কিউবান বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন এ বিপ্লবী নেতা। ১৯৬৫ সালে তিনি কিউবা কমিউনিস্ট পার্টির প্রধান হন এবং কিউবাকে একদলীয় সমজতান্ত্রিক দেশ হিসেবে রূপ দেন। ১৯৭৬ সালে তিনি রাষ্ট্র ও মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দেশটির সর্বোচ্চ সামরিক পদ ‘কমান্ডার ইন চীফ’ হিসেবেও কাজ করেছেন তিনি।

প্রায় ৫০ বছর দেশ শাসনের পরে ২০০৮ সালে ছোট ভাই রাউল ক্যাস্ত্রো’র কাছে ক্ষমতা হস্তান্তর করেন এ নেতা। এরপর জনসম্মুখে খুব একটা দেখা যায়নি তাকে।