যুক্তরাজ্যে অবিভক্ত বালাগঞ্জ উপজেলা যুবলীগের সম্পাদক হাজী ফারুক আহমদের ইন্তেকাল

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ২০, ২০২১

যুক্তরাজ্যে অবিভক্ত বালাগঞ্জ উপজেলা যুবলীগের সম্পাদক হাজী ফারুক আহমদের ইন্তেকাল

অবিভক্ত বালাগঞ্জ (বালাগঞ্জ-ওসমানীনগর) উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম ইউকে’র আহবায়ক, যুক্তরাজ্যস্থ প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট’র ট্রাস্টি বিশিষ্ট সমাজকর্মী হাজী ফারুক আহমদ (৫৫) বুধবার যুক্তরাজ্য সময় সকাল ৯টায় লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩মেয়ে, ১ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভোগছিলেন। বৃহস্পতিবার যুক্তরাজ্য সময় বাদ জোহর ইস্ট লন্ডন জামে মসজিদে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।
এদিকে হাজী ফারুক আহমদের মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্যস্থ বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম ইউকের সদস্য সচিব ও প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, অন-লাইন পত্রিকা আয়না নিউজের সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।