খুলনার পিটিআই সেন্টারে কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণ, এএসআই কারাগারে

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

খুলনার পিটিআই সেন্টারে কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণ, এএসআই কারাগারে

এম. ডি অসীম (খুলনা) : ভারত থেকে ফেরার পর খুলনার পিটিআই সেন্টারে কোয়ারেন্টিনে থাকা এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামি পুলিশের এএসআই মো. মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীর মশিয়ালি এলাকার বাসিন্দা ওই তরুণী গত ৪ মে বাংলাদেশে আসেন। এরপর তাকে খুলনা পিটিআইতে কোয়ারেন্টিনে রাখা হয়। ইদের আগের দিন এবং ১৫ মে রাতে এএসআই মোখলেছ দুই দফায় তাকে ধর্ষণ করে।

এরপর সোমবার (১৭ মে) ওই তরুণী বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এএসআই মোখলেছকে গ্রেপ্তার করা হয়। এরপর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও তাকে সাসপেন্ড করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন মামলা দায়ের ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। এএসআই মোখলেছ গত ১ মে থেকে পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট