তামিমের কাছে মুশফিকের হার

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মুশফিকুর রহিমের বরিশালের বিরুদ্ধে বড় জয় পেয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে ৭৮ রানের বিশাল জয় পেয়েছে চিটাগং।

ভাইকিংসের দেয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশালের অবস্থা শুরু থেকেই বেগতিক হয়ে যায়। আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর ঘূর্ণি জাদুতে মাত্র ১২ রানের মাথায় চার উইকেট খুইয়ে বসে দলটি। দ্বিতীয় ওভারে দুই ওপেনার ডেভিড মালান (৫) নাদিফ চৌধুরীকে (৪) ফিরিয়ে জোড়া আঘাত হানেন নবী।

এরপর বরিশালের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসকে (১) বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান শুভাশিষ রায়। দলের সংগ্রহ তখন মাত্র ১১।

পরের ওভারে আবারো নবীর ঘূর্ণি। ১ রান করা জিভান ম্যান্ডিসকে ফেরত পাঠান তিনি। বরিশালের সংগ্রহ তখন চার উইকেটের বিনিময়ে ১২। এ অবস্থা থেকে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালান বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম ও রায়াদ ইমরিত। দুই ব্যাটসম্যানের কল্যাণে ১২ রানে ৪ উইকেট হারিয়ে বসা দলটি সংগ্রহ করে ৩৭ রান। তবে ৩৭ রানের মাথায় ১৯ রান করা অধিনায়ককে ফেরত পাঠান তাসকিন আহমেদ।

এরপর কেবল আসা যাওয়ার মিছিলই দীর্ঘ হয়েছে। থিসেরা পেরেরাকে শূন্য রানে বোল্ড করে ফেরত পাঠান শোয়েব মালিক। এর পরেই তাসকিনের শিকার হয়ে সাজঘরের মিছিলে যোগ দেন ৬ রান করা রায়াদ ইমরিত।

তবে এসবের মধ্যে কেবল এনামুল হক জুনিয়রই কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দলের হয়ে হার না মানা সবোর্চ্চ ব্যক্তিগত আসে তারই ব্যাট থেকে। ৩৭ বলে ৪২ রানের এনামুলের ইনিংসে ছিল চারটি ছয় ও একটি চারের মার।

আসা-যাওয়ার মিছিলে যোগ দেয়া বরিশালের অন্য সদস্যরা হলেন- তাইজুল ইসলাম ১২, আবু হায়দার (৯) ও কামরুল ইসলাম রাব্বি (৪)।

চিটাগংয়ের হয়ে মোহাম্মদ নবী ৩টি, শুভাশিষ রায় ও তাসকিন আহমেদ ২টি এবং শোয়েব মালিক ও ইমরান খান একটি করে উইকেট নেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টস জিতে শোয়েব মালিক ও ডোয়াইন স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৫ রানের পাহাড় গড়ে চিটাগং ভাইকিংস।

২৮ বলে অর্ধশতক তুলে নেয়া স্মিথ থামেন ৬৯ রানের মাথায়। আর ২৬ বলে অর্ধশতক পাওয়া শোয়েব মালিক ইনিংসের শেষ বলে ৬৩ রানের মাথায় আউট হন।

চিটাগংয়ের হয়ে কামরুল ইসলাম রাব্বি ও থিসেরা পেরেরা দুটি ও রায়াদ ইমরিত একটি করে উইকেট নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট