লন্ডন থেকে আসা আরও ৪৩ প্রবাসী ৫ হোটেলে কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

লন্ডন থেকে আসা আরও ৪৩ প্রবাসী ৫ হোটেলে কোয়ারেন্টাইনে

লন্ডন থেকে সোমবার সিলেটের এসেছেন আরও ৪৩ প্রবাসী বাংলাদেশী। তাদের নগরীর ৫টি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর মধ্যে ১৩ জনকে দরগাগেইটস্থ হোটেল হলিগেইটে,  ১৮ জনকে জেলরোডস্থ হোটেল অনুরাগে, ০৯ জনকে আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়ায়, ০২ জনকে মিরেরময়দানস্থ লা রোজে এবং ০১ জনকে দরগাহ গেইটের হোটেল নুরজাহানের রাখা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য জানিয়ে বলেন, ‘হোটেলগুলোতে যাত্রীদের নিরাপত্তা রক্ষার্থে ও কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে এসএমপি’র পক্ষ থেকে পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে।’

এর আগে সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটের সময় ৬২ জন যাত্রী  নিয়ে বাংলাদেশ বিমানের (বিজি ২০২) ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বিমানে আসা যাত্রীদের ৪৩ জন সিলেটের বাসিন্দা। তাদের সিলেটে রেখে অন্য যাত্রীদের নিয়ে বিমানটি ঢাকায় যায়। এরপর বিমানবন্দরের সব রকমের আনুষ্ঠানিকতা শেষে করে যাত্রীদেরকে বিআরটিসি বাসে করে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নেয়া হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট