গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে সিলেট জেলা বিএনপি

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে সিলেট জেলা বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা বিএনপি।

বিএনপি সিলেট জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় সিলেট নগরীর কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে শুরু করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গণতন্ত্র হত্যা দিবসে অনুুুষ্ঠিত সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে বক্তব্য রাখেন –

বিএনপি সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, কেন্দ্রীয় যুবদলের সাবেক অন্যতম সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি সুরমান আলী, সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, শ্রমিক দল জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, জেলা যুবদলের নেতা সাহেদ আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ সভাপতি সুহেল রানা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সাল প্রমুখ।
সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম টুটুল, মাশুক এলাহি, বখতিয়ার আহমদ ইমরান, ফরিদ আহমদ, নুরুল আমিন নুরুল, আব্দুল আহাদ, আব্দুস শহিদ, আফছর আহমদ, শামসুল হক, চৌধুরী সুবহান আজাদ, মিজানুর রহমান মিজান, খোকন আহমদ, জুমেল আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, রাসেল আহমদ, চান মিয়া, কালা মিয়া, হাবিবুর রহমান রাসেল, বিজয় মালাকার, সবুজ মিয়া, রফিকুল ইসলাম, জিলানী আহমদ, শাহরিয়ার খান সামাদ, এমাদ উদ্দিন, তারিক ইসলাম, আসাই আলী, ইমরান খান, ইব্রাহিম মাহমুদ, জীবন চৌধুরী, সাত্তার আহমদ, শামসুল আলম, শাহিদ আহমদ, হেলাল আহমদ, জাহাঙ্গীর আলম, বশির আহমদ, ফখর আলী, মনু মিয়া, নজরুল ইসলাম, মনছুর মিয়া প্রমুখ।