নরসিংদীতে সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

নরসিংদী : নরসিংদীর রায়পুরায় নীলক্ষা ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেড় শ’ রাউন্ডেরও বেশি গুলি করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পেলেও এ পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করেছে তারা।

এ ঘটনায় পুলিশ সদস্যসহ আরো অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রায়পুরা ওসি আজহারুল ইসলাম ঘটনার বিবরণ দিয়ে বলেন, নীলক্ষা ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থক ছোমেদ আলী, মোতালিব মেম্বারসহ গ্রামের প্রায় শ’খানেক লোক রবিবার সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকদের বাড়িতে হামলার করে।

ওই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়। ওই ঘটনায় অন্তত বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর ও হামলার ঘটনা ঘটে।

এর জেরে সোমবার দুপুরে আবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় টেঁটার আঘাতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পরে আরেকজন মারা যায়। এ সময় উভয়পক্ষে সংঘর্ষে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষ থামাতে গিয়ে ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্তি পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট